Title
Livestock Household Survey 2024
Details
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ভেপ্রকল্পের আওতায় ২০২০ সালে প্রথমবারের মত Paper Based Livestock Household Survey হাতে নেওয়া অয়। পরবর্তীতে করোনা মহামারী প্রকোপের উক্ত কার্যক্রম করা সম্ভবপর হয় নাই। সংশোধিত ডিপিপি'র সংস্থান অনুযায়ী আগামী ২০শে ফেব্রুয়ারী, ২০২৪ থেকে ১১ই মার্চ ২০২৪ পর্যন্ত ভিজিটাল সার্ভে কার্যক্রম পরিচালনা করা হবে।